মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০০৯

প্রত্যাশা

কিছুই পারেনি মুছে দিতে সময়,
কিছুই নই বিস্মৃত।
দীনতা, হীনতা ,মায়া আর মমতা
দেখেছি এ জীবনে যত।
মৃত নক্ষত্রের মত গেছো হারিয়ে,
এসেছিলে যে মধুমাসে।
ঢেকে গেছে আজ পদ-চিহ্ন
জানি নতুন দূর্বাঘাসে।
যে জলে তোমার ছোঁয়ায়
ফুটতো পদ্ম হাজার।
শূন্য আজ সে সরোবর
বন্ধ পারাপার।
জোনাকির আলোয় খুঁজে ফিরি পথ,
গ্রহণ লেগেছে চাঁদে।
অনুরাগের দিশে; হারাই বারেবার
শুধু আলেয়ারই ফাঁদে।
জ্যোতির্ময়ী সেজেছিলে শুধু,
আসলে কি ছিলে তা?
অপূর্ণ মানবী তুমি-কুহেলিকা;
নও দয়িতা।
তবুও জানি প্রণয়ের নামে মিথ্যাচারে
প্রেম নয় অপরাধী।
প্রত্যাশা কখনও হয়না রুদ্ধ
উন্মুখ নিরবধি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন