অনেকতো হলো প্রতীক্ষা, হলো অনেক পথচলা
খুঁজে নক্ষত্র, খুঁজে বৃক্ষছায়া।
দেখো অগ্রপশ্চাৎ ,খোলো হিসাবের খাতা
পেয়েছো কতোটুকু মনোযোগ, কতোটুকু আলো, কতোটুকু ছায়া।
কতো ছুটবে আর আলেয়ার পিছে?
কতো কাটবে দিন দূরের বাঁশি শুনে !
বসন্ত এসে ফিরে যাবে বারবার
জ্যোৎস্না হারাবে তিমিরে, পূর্ণিমার দিন গুনে।
অর্জিত হবে না কিছুই
আত্মপ্রবঞ্চনার বিনিময়ে
মুখে আনো প্রণয়ের আর্তিটুকু
চাপা পড়ে আছে যা গহীন হৃদয়ে।
আকাঙ্খার সাথে আপোষ করোনা,
জীবনটা খুব বড়ো নয়।
জীবন অনন্ত করে শুধু প্রেম-অন্য কিছু নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন