মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০০৯

প্রত্যাশা

কিছুই পারেনি মুছে দিতে সময়,
কিছুই নই বিস্মৃত।
দীনতা, হীনতা ,মায়া আর মমতা
দেখেছি এ জীবনে যত।
মৃত নক্ষত্রের মত গেছো হারিয়ে,
এসেছিলে যে মধুমাসে।
ঢেকে গেছে আজ পদ-চিহ্ন
জানি নতুন দূর্বাঘাসে।
যে জলে তোমার ছোঁয়ায়
ফুটতো পদ্ম হাজার।
শূন্য আজ সে সরোবর
বন্ধ পারাপার।
জোনাকির আলোয় খুঁজে ফিরি পথ,
গ্রহণ লেগেছে চাঁদে।
অনুরাগের দিশে; হারাই বারেবার
শুধু আলেয়ারই ফাঁদে।
জ্যোতির্ময়ী সেজেছিলে শুধু,
আসলে কি ছিলে তা?
অপূর্ণ মানবী তুমি-কুহেলিকা;
নও দয়িতা।
তবুও জানি প্রণয়ের নামে মিথ্যাচারে
প্রেম নয় অপরাধী।
প্রত্যাশা কখনও হয়না রুদ্ধ
উন্মুখ নিরবধি।

সোমবার, ২৬ জানুয়ারী, ২০০৯

প্রণয়ের আর্তি

অনেকতো হলো প্রতীক্ষা, হলো অনেক পথচলা
খুঁজে নক্ষত্র, খুঁজে বৃক্ষছায়া।
দেখো অগ্রপশ্চাৎ ,খোলো হিসাবের খাতা
পেয়েছো কতোটুকু মনোযোগ, কতোটুকু আলো, কতোটুকু ছায়া।

কতো ছুটবে আর আলেয়ার পিছে?
কতো কাটবে দিন দূরের বাঁশি শুনে !
বসন্ত এসে ফিরে যাবে বারবার
জ্যোৎস্না হারাবে তিমিরে, পূর্ণিমার দিন গুনে।

অর্জিত হবে না কিছুই
আত্মপ্রবঞ্চনার বিনিময়ে
মুখে আনো প্রণয়ের আর্তিটুকু
চাপা পড়ে আছে যা গহীন হৃদয়ে।

আকাঙ্খার সাথে আপোষ করোনা,
জীবনটা খুব বড়ো নয়।
জীবন অনন্ত করে শুধু প্রেম-অন্য কিছু নয়।