শনিবার, ১ মে, ২০১০
ADOBE READER খোলা যাবে এক পলকে
নিচের বর্নিত পদ্বতি অনুসরন করে নোট প্যাডের মতো দ্রুত খোলা যাবে এডোবি রিডার (ADOBE READER)।
1. Go to the installation folder of acrobat reader
For e.g. (C:\program files\adobe\\reader\reader.. )
2. Move all the files and folders from the "plugins" directory to the "Optional" directory.
( cut and paste the files NOT copy & paste).
বুধবার, ২১ এপ্রিল, ২০১০
বুধবার, ১৪ এপ্রিল, ২০১০
মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০১০
কুহেলিকা
কোন একদিন-জীবনের সন্ধিক্ষনে,
তারার আলো ঝরা রাতে,
জোৎস্নার রূপালী প্লাবনে,
কোন এক মানবীর আগমন ঘটেছিল।
প্রকৃতির সুষমা,
প্রণয়ের উচ্ছ্বাস,
আড়াল করেছিল তার যত অপূর্ণতা।
মুর্ত ছিল সে- কখনও লাবণ্য,
কখনও বনলতাসেন রূপে।
আজ-বহুকাল পরে,
স্বপ্নিল পূর্ণিমার অবসানে,
বাস্তবতার রৌদ্রালোকে,
উন্মোচিত এক চরম সত্য-
সে মানবী ছিলনা,
ছিলনা জ্যোতির্ময়ী।
না লাবণ্য,না বনলতাসেন।
পুরোটাই ছিল ভ্রম,কুহেলিকা।
মরুবাসী তৃষ্ণার্তের কাছে-
মরীচিকার মতো।
২৮-০৭-২০০০
তারার আলো ঝরা রাতে,
জোৎস্নার রূপালী প্লাবনে,
কোন এক মানবীর আগমন ঘটেছিল।
প্রকৃতির সুষমা,
প্রণয়ের উচ্ছ্বাস,
আড়াল করেছিল তার যত অপূর্ণতা।
মুর্ত ছিল সে- কখনও লাবণ্য,
কখনও বনলতাসেন রূপে।
আজ-বহুকাল পরে,
স্বপ্নিল পূর্ণিমার অবসানে,
বাস্তবতার রৌদ্রালোকে,
উন্মোচিত এক চরম সত্য-
সে মানবী ছিলনা,
ছিলনা জ্যোতির্ময়ী।
না লাবণ্য,না বনলতাসেন।
পুরোটাই ছিল ভ্রম,কুহেলিকা।
মরুবাসী তৃষ্ণার্তের কাছে-
মরীচিকার মতো।
২৮-০৭-২০০০
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)