মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

কতো ভারী এক গ্লাস পানি?


কতো ভারী এক গ্লাস পানি? উত্তর আসতে পারে ২৫০ মি.লি থেকে ৫০০ মি.লি মধ্যে কোন একটা। কিন্তু কথা হলো সত্যিকার ওজন এখানে কোন ব্যাপার না। এটা নির্ভর করে আপনি গ্লাসটা কতোক্ষন ধরে রাখবেন তার উপর। এতে কিছু যায় আসেনা যদি মিনিট খানেক ধরে রাখেন। কিন্তু- যদি এক ঘন্টা ধরে রাখেন, আপনি যন্ত্রনা অনুভব করবেন । যদি পুরো দিন ধরে রাখেন, আপনার হাত অসাড় এবং নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রতিটা ক্ষেত্রে গ্লাসের ওজন একই থাকছে, কিন্তু সময় যত দীর্ঘ হচ্ছে গ্লাসটি ততো ভারী অনুভূত হচ্ছে। মানসিক চাপ আর দু:চিন্তা হচ্ছে এক গ্লাস পানির মতো। এক মিনিটে কোন সমস্যা হবেনা। এক ঘন্টায় যন্ত্রনা অনুভব করবেন। পুরোদিন হলে নিষ্ক্রিয় আর অচল হয়ে যাবেন।