বুধবার, ২১ এপ্রিল, ২০১০

সেরা মাল্টিমিডিয়া প্লেয়ার GOM Player


সব ধরনের অডিও ভিডিও ফাইল চালান ঝামেলা ছাড়া।
ডাউনলোড

বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০১০

কুহেলিকা

কোন একদিন-জীবনের সন্ধিক্ষনে,
তারার আলো ঝরা রাতে,
জোৎস্নার রূপালী প্লাবনে,
কোন এক মানবীর আগমন ঘটেছিল।
প্রকৃতির সুষমা,
প্রণয়ের উচ্ছ্বাস,
আড়াল করেছিল তার যত অপূর্ণতা।
মুর্ত ছিল সে- কখনও লাবণ্য,
কখনও বনলতাসেন রূপে।
আজ-বহুকাল পরে,
স্বপ্নিল পূর্ণিমার অবসানে,
বাস্তবতার রৌদ্রালোকে,
উন্মোচিত এক চরম সত্য-
সে মানবী ছিলনা,
ছিলনা জ্যোতির্ময়ী।
না লাবণ্য,না বনলতাসেন।
পুরোটাই ছিল ভ্রম,কুহেলিকা।
মরুবাসী তৃষ্ণার্তের কাছে-
মরীচিকার মতো।

২৮-০৭-২০০০